চট্টগ্রাম: প্রতিষ্ঠার দ্বিতীয় বছরে চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (সিবিইউএফটি) চালু হয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সুদৃশ্য ক্যাফেটেরিয়া।
টেক্সটাইল ও পোশাক শিল্পের কারিগরি প্রযুক্তি নির্ভর বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হল সিবিইউএফটি। ফলে, এ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সব শিক্ষার্থীকেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস, ল্যাব, প্র্যাকটিক্যাল, ক্লাব/ডিবেট ইত্যাদি একাডেমিক কার্যক্রমে ব্যস্ত থাকতে হয় বলে তাদেরকে প্রায় পুরো দিন ক্যাম্পাসে অবস্থান করতে হয়। তাদের জন্য পুষ্টিকর, স্ব্যাস্থসম্মত ও মানসম্পন্ন খাবারের চাহিদা পূরণের লক্ষ্যে সিবিইউএফটি কর্তৃপক্ষ বিজিএমইএ ভবনে সিবিইউএফটির ক্যাম্পাসে ক্যাফেটেরিয়া স্থাপন করেছে।
গেল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিবিইউএফটির ভাইস-চ্যান্সেলর মো. ওবায়দুল করিম সিবিইউএফটির ক্যাফেটেরিয়ার উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যেন কোলাহলমুক্ত পরিস্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে কোন ধরনের প্রতিবন্ধকতা ব্যতীত তাদের প্রয়োজনমত খাবার খেতে পারে এবং একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশে তাদের মেধা-মননের বিকাশ লাভের সুযোগ পায়, সে লক্ষ্যে সিবিইউএফটি কর্তৃপক্ষের এ প্রচেষ্টা।’
তিনি সকলকে নিজেদের পড়ালেখা ও স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রদীপ চক্রবর্ত্তী, ডীন ও শিক্ষক-শিক্ষার্থীরা।
















