পটিয়া, চট্টগ্রাম: ‘এসো মিলি আপন ভুবনে মিলনের উৎসবে, এক হয়ে যাই মোরা ভালবাসার বন্ধনে’ এ স্লোগানে নলিনীকান্ত মেমোরিয়াল ইনস্টিটিউট এসএসসি ২০০৪ ব্যাচের বন্ধুমহলের মিলনমেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপি পটিয়া উপজেলার গাজী কনভেনশন হলে দেশ-বিদেশে বিভিন্ন প্রান্তে অবস্থানরত ব্যাচের বন্ধুদের অংশগ্রহণে প্রথম বারের মত এ মিলনমেলার আয়োজন করা হয়।
মিলনমেলা আয়োজনের অন্যতম সমন্বয়ক প্রবাসী মাঈনুল ইসলাম। তিনি মিলনমেলায় একটি ছাগল উপহার দেন।
অনুষ্ঠানে বিশেষ মেহমান ছিলেন ইনস্টিটিউটের সদ্য বিদায়ী শিক্ষক রনজিত দেবনাথ। তিনি বলেন, ‘আমি এ ইনস্টিটিউটের ২০০৪ ব্যাচের ছাত্রদের এ আয়োজন দেখে খুশি হয়েছি। এ বন্ধন ধরে রাখতে পারলে বন্ধুদের অবস্থান আরো দৃঢ় হবে।’
মিলনমেলা সম্পর্কে ব্যাংকার মিল্টন বলেন, ‘আমরা পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের প্রাইমারি স্কুল ও নলিনীকান্ত মেমোরিয়াল ইনস্টিটিউটে যারা লেখাপড়া করেছি, তাদের সকলকে একটি প্লাটফর্মে এনে বন্ধুদের সঙ্গে আলাপ-আলোচনা করে দেশের অনুন্নত জনগোষ্ঠীর জন্য কিছু করতে চাই। আমাদের সকলের সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে পরবর্তী প্রজন্ম পর্যন্ত একটি সেতুবন্ধন তৈরি করার জন্য এ মিলনমেলার আয়োজন করেছি।’
সমন্বয়ক ব্যাংকার আরিফ বলেন, ‘আমরা বন্ধুরা বহু আগ থেকেই একসঙ্গে একত্রিত হওয়ার কথা ভাবছিলাম। বিভিন্ন পরিস্থিতির জন্য সম্ভব হয়নি। তবে, আজ সেটি সম্ভব হওয়াতে আমরা সকলে খুবই আনন্দিত।’
অনুষ্ঠানের আরেক সমন্বয়ক আইনজীবী উজ্জ্বল বলেন, ‘আমাদের বন্ধুদের অনেকের সঙ্গে কয়েক বছর পরে দেখা হয়ে আমরা খুব খুশি। আমরা বন্ধুরা ভ্রাতৃত্বের মাধ্যমে সবাই একত্রে ভাল কাজের মাধ্যমে সমাজের জন্য সুন্দর কিছু উপহার দিতে পারব, আর আমরা সেই চেষ্টাই করে যাব।’
মিলনমেলায় বন্ধুমহলের মধ্যে উপস্থিত ছিলেন সমন্বয়ক কাউছার খান, মাসুম, মিল্টন, আরিফ, উজ্জ্বল, মাহবুব, অসীম, টিপু, সুপন, করিম প্রমুখ।