চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস-২০২৪ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ নানা ধরনের অনুষ্ঠান করেছে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ।
এবারের ফার্মাসিস্ট দিবসের মূল প্রতিপাদ্য ছিল বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে চাহিদা পূরণে ফার্মাসিস্ট। এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৫ সেপ্টেম্বর) বায়েজিদ আরেফিন নগরে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের হল রুমে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য শরীফ আশরাফউজ্জামান ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এএফএম মোদাচ্ছের আলী, ফার্মেসি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আইরিন সুলতানা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বিশ্বজুড়ে স্বাস্থ্য খাতে চাহিদা পূরণে কাজ করে যাচ্ছেন ফার্মাসিস্ট। ফার্মেসি একটি যুগোপযোগী ও ব্যাপক চাহিদা সম্পন্ন বিষয়। এ বিষয়ে দেশে ও বিদেশে ক্যারিয়ার গঠনে রয়েছে বিশাল সম্ভাবনা। স্বাস্থ্য সেবায় গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের অগ্রণী ভূমিকা রাখতে হবে ‘
বক্তারা শিক্ষার্থীদের সৎ ও কর্মনিষ্ঠ ফার্মাসিস্ট হিসেবে নিজেদের গড়ে তুলতে পরামর্শ দেন।
দিবসটি উপলক্ষে সাউদার্ন ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ কর্তৃক রক্তের গ্রুপ নির্ণয়, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, ফার্মেসির গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করা হয়।