সন্দ্বীপ, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় মাদক ব্যবসায়ীর বাসায় তল্লাশী চালিয়ে দেশীয় অস্ত্রসহ ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার রহমতপুর ইউনিয়নস্থ শ্যামল কলোনিতে অভিযান চালায় নৌবাহিনী কন্টিনজেন্ট সন্দ্বীপ ও কোস্টগার্ডের সদস্যরা।
অভিযানকালে নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দ্বীপের চিহ্নিত মাদক সম্রাট রাশেদ ও তার অনুসারীরা পালিয়ে যায়। পরবর্তী রাশেদের বাসায় তল্লাশী চালিয়ে ইয়াবা, সাতটি দেশীয় অস্ত্র, পাঁচটি মোবাইল ফোন ও ১৩ লাখ ৪৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
রাশেদ ও তার অনুসারীরা দীর্ঘ দিন ধরে সন্দ্বীপের বিভিন্নস্থানে মাদক ব্যবসায় করে আসছে। তার বিরুদ্ধে সন্দ্বীপ থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত টাকা সরকারি কোষাগারে এবং ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মোবাইল ফোনগুলো সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।