সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৪০) নামে জামায়াত ইসলামীর নেতা নিহত হয়েছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভার শেখ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন উপজেলার দুই নম্বর বারৈয়ার ঢালা ইউনিয়নের ধর্মপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইসহাকের পুত্র।
আনোয়ার হোসেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ছিলেন।
ব্যাপারটি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান। তিনি বলেন, ‘বাড়ি থেকে সীতাকুণ্ড বাজারে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন আনোয়ার হোসেন।’
কুমিরা হাইওয়ে পুলিশের সার্জেন্ট কর্ণ চক্রবর্তী বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।’