চট্টগ্রাম: চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সভা শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সিটির পুরাতন রেলওয়ের স্টেশন রোডস্থ এশিয়ান এসআর হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান।
সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মো. ছালামত আলী, সালেহ আহমেদ সুলেমান, মোহাম্মদ সাগির, মোশাররফ হোসেন, সহ সভাপতি নুরুল আবছার, মোস্তাফিজুর রহমান চৌধুরী, কাজী মো. ইব্রাহিম, অর্থ সম্পাদক আ ন ম আবদুশ শাকুর, এম শফিউল আলম, নুরুল কবির, মো. মাহতাব উদ্দিন, জিয়াউর রহমান, শফিউল আজম, মো. হারুন অর রশিদ, রফিক উদ্দিন, মহিউদ্দিন আহমদ ছিদ্দিকী, মো. শফিকুল আলম, নুর হোসেন শাহীন, সালাহ উদ্দিন আহমেদ চৌধুরী, ইকবাল আহমেদ, সায়েম উদ্দিন।
সভায় চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির নির্বাচন পরিচালনার জন্য চারজনের নির্বাচন কমিশন গঠন করা হয় এবং আগামী তিন মাসের মধ্যে নির্বাচন কমিশন একটি গ্রহনযোগ্য সুষ্ঠ নির্বাচন দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও গেল ৫ আগস্টের পর চট্টগ্রামে ক্ষতিগ্রস্থ আবাসিক হোটেলে হামলাকারী দুর্বৃত্তদের শাস্তির দাবি জানিয়ে চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়।