রাঙ্গামাটি: কাঁচামাল সংকটের কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে কাগজ উৎপাদন কাজ পুনরায় শুরু হয়েছে। সব সংকট কাটিয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত থেকে কর্ণফুলী পেপার মিলের কাগজ উৎপাদন কাজ পুনরায় শুরু করে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিল লিমিটেড।
ব্যাপারটি নিশ্চিত করে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হাকিম জানান, কাঁচামাল সংকটের কারণে গেল ২০ জুলাই থেকে প্রায় দুই মাস কেপিএম কাগজ উৎপাদন কাজ বন্ধ ছিল। সব সংকট কাটিয়ে আমরা গতকাল বুধবার রাত সাড়ে আটটা হতে কেপিএম কাগজ মিলে পুনরায় উৎপাদন কাজ শুরু করতে সক্ষম হয়েছি।’
এ ব্যাপারে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (সিবিএ) সভাপতি আবদুল রাজ্জাক মুঠোফোনে জানান , বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত হতে কেপিএম ফের কাগজ উৎপাদনে ফিরেছে। আমরা শ্রমিক-কর্মচারী সকলে পক্ষ হতে শিল্প উপদেষ্টা, বিসিআইসি কর্তৃপক্ষ এবং কেপিএম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
‘আমরা আশা করছি, মিলটি ফের পুরোদমে উৎপাদনে ফিরে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।’
কেপিএম পুনরায় চালু হওয়ায় কারখানার সিবিএর নেতারাসহ সর্বস্তরের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, কাপ্তাই কেপিএম ৭৫ বছরের পুরাতন কারখানা হওয়া সত্বেও কেপিএমের উৎপাদিত কাগজ গুণগত মানের দিক দিয়ে এখনো দেশ সেরা কাগজ শিল্প কারখানা হিসেবে সর্বত্র পরিচিত।