চট্টগ্রাম: অন্তর্বর্তী সরকারের ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, ‘ভূমি সংক্রান্ত সব ধরনের সরকারী সেবা জনগণের দোরগোড়ায় পৌছেঁ দিতে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে অত্যন্ত সৎ ও আন্তরিক হতে হবে। কোন ধরনের গড়িমসি ছাড়া স্বল্পতম সময়ে গ্রাহককে হয়রানিমুক্ত সেবা দিতে হবে।’
রোববার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটির কাট্টলী সার্কেল ভূমি অফিস পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় ই-নামজারি কার্যক্রম শেষে একজন নাগরিকের হাতে তাৎক্ষণিক খতিয়ান তুলে দেন তিনি। কোন ধরনের হয়রানি ছাড়াই স্বল্প সময়ে নামজারি খতিয়ান হাতে পেয়ে উৎফুল্ল নামজারির আবেদনকারী নাজিম উদ্দিন।
এ দিকে, কাট্টলী সার্কেলে চলমান ডিজিটাল সার্ভে কার্যক্রমের অফিস প্রান্তের ডাটা এন্ট্রি কার্যক্রম দেখেন ভূমি উপদেষ্টা। এ সময় কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী হাসান আরিফকে তার উদ্ভাবনী উদ্যোগ ‘স্মার্ট রেকর্ডরুম, স্মার্ট ল্যান্ড ম্যানেজমেন্ট’ কার্যক্রমের উদ্দেশ্য ও অগ্রগতি উপস্থাপন করেন।
অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদসহ ভূমি মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ভূমি ব্যবস্থা অটোমেশন প্রকল্প, ইডিএলএমএস প্রকল্প ও জরিপ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম ও চট্টগ্রাম জেলার প্রশাসক ফরিদা খানম এ সময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর উপদেষ্টার চট্টগ্রামে এ প্রথম এসি ল্যান্ড অফিস পরিদর্শন এটি। কাট্টলী সার্কেল ভূমি অফিস পরিদর্শন শেষে ভূমি উপদেষ্টা প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নাগরিকদের সহজ ভূমিসেবা দেয়ার দিক নির্দেশনা দেন।