রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি: কঠোর লকডাউনের তৃতীয় দিনে পটিয়ায় বিধিনিষেধ অমান্য করে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করায় ৪ হাজার টাকা জরিমানা করলো উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার কেলিশহর ইউনিয়নের ভট্টাচার্য হাটের পাশে দুলাল মহাজনের ছেলে শাওন মহাজনের বৌভাত অনুষ্ঠানে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন।
জানা যায়, গত দুদিন পূর্বে দুলাল মহাজনের ছেলের বিয়ে হয়। এই উপলক্ষে শনিবার দুপুরে ছেলের বাড়িতে বৌভাতের অনুষ্ঠান আয়োজন করা হয়।
অন্যদিকে কমল মুন্সিরহাট, কালীমন্দির রোড, বুধপুরা, কেলিশহর, হাইওয়ে রোডে স্বাস্থবিধি না মেনে চলাচল ও দোকানপাট খোলা রাখায় অভিযান চালিয়ে ৮টি মামলায় ৭০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।