রাঙ্গুনিয়া, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও দুেই রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী তৌহিদুল ইসলাম মামুনকে (৩৪) গ্রেফতার করেছে র্যাব-৭ চট্টগ্রাম।
শুক্রবার (১৩ সেপ্টম্বর) দিনগত রাতে তাকে আটক করে। মামুন রাঙ্গুনিয়া এলাকার মো.আইয়ুব আলীর পুত্র।
র্যাব-৭ জানায়, চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের রানীরহাট বাজারস্থ কেবিএস কনভেনশন হলের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় মামুনকে আটক করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আটক মামুনের শরীর তল্লাশি করে প্যান্টের পিছনে কোমর হতে একটি দেশি আগ্নেয়াস্ত্র (এলজি) ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আসামি জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্র ও গুলি নিজ হেফাজতে রাখার ব্যাপারে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নাই।
জব্দ আগ্নেয়াস্ত্র দিয়ে সে দীর্ঘ দিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য মামুনকে রাঙ্গুনিয়া মডেল থানায় তুলে দেয়া হয়েছে।
















