পটিয়া, চট্টগ্রাম: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) হিসেবে মনোনীত করা হয়েছে আবদুর রশিদ দৌলতীকে। জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।’
বিজ্ঞপ্তিতে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন দলটির শীর্ষ নেতারা।’
এ সিদ্ধান্ত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
আবদুর রশিদ দৌলতী আওয়ামী লীগ সরকারের দুঃশাসনকালে মামলা-হামলা জেল জুলুম নির্যাতনের শিকার হন। গেল ৬ আগস্ট তিনি ছাত্র জনতার গনঅভ্যুত্থানে হাসিনা সরকার পালানোর পর দিন চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পান। এছাড়াও পটিয়ার ১৭টি ইউপির চেয়ারম্যানদের মধ্যে একমাত্র তিনি তার পরিষদে বসে নাগরিক সেবা দিচ্ছেন। বাকী ১৬টি ইউপির চেয়ারম্যান গেল ৫ আগস্ট ছাত্র-জনতার গনঅভ্যুত্থান শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগের পর তারাও আত্নগোপনে চলে যায়। সেসব ইউনিয়নে পটিয়ার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।
এর পূর্বে, বুধবার (১১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় দুই নেতাকে তাদের নিজ নিজ পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয়তাবাদী কৃষক দল। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) শফিকুল ইসলাম সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) সৈয়দ সাইফুদ্দিন আহমেদ ও আরেক সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মো. বদিউল আলম বদরুলকে এ পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।’
বুধবার (১১ সেপ্টেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।