চট্টগ্রামের বোয়ালখালীতে চোরাই তারসহ চারজন তার(ডিস ক্যাবল)চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার(৩ জুলাই)ভোর রাতে উপজেলার বোয়ালখালী পৌরসভাধীন পশ্চিম গোমদন্ডী দক্ষিণ পাড়া ৭নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পৌরসভাস্থ পশ্চিম গোমদন্ডী দক্ষিণপাড়া ৭নং ওয়ার্ড এলাকা থেকে ভোররাতে ডিসলাইনের তার চুরি করে নিয়ে যাচ্ছিল চারজন চোর। খবর পেয়ে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়।
খবর পেয়ে থানা পুলিশের উপ সহকারি পুলিশ কর্মকর্তা (এএসআই) যতিন্দ্র গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
গ্রেফতারকৃত চার চোর হলো-উপজেলার পশ্চিম গোমদন্ডী ৭নং ওয়ার্ডের আকিয়ার বাপের বাড়ির জানে আলমের ছেলে মোহাম্মদ ওয়াহিদ (১৯), করিয়ার বাপের বাড়ির মৃত নুরুন্নবীর ছেলে নাঈম উদ্দিন (১৯), ফতে আলী মুন্সির বাড়ির আবু তাহেরের ছেলে মোহাম্মদ রাশেদ (১৯), ফতে আলী মুন্সির বাড়ির মোহাম্মদ নাছেরের ছেলে মোহাম্মদ রাকিব প্রকাশ-আদিব (১৯)।
তিনি জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তার চুরি করে সেগুলো স্থানীয় ইকবাল হোসেন টিটু প্রকাশ (ডিস টিটু’র)কাছে বিক্রি করে বলে স্বীকার করেছে তারা।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল করিম বলেন, চোরাইকৃত তারসহ গ্রেফতারকৃত চার জনকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে গ্রেফতার দেখানো হয়েছে। তার চুরির মূল হোতাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।