সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় বস্তাভর্তি অস্ত্র নিয়ে পালাতে গিয়ে যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন এক ডাকাত। এ সময় বস্তা খুলে দুইটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ছয়টি কার্তুজ পাওয়া যায়।
শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল এলাকা থেকে ওই ডাকাতকে আটক করা হয়।
আটক যুবকের নাম সালাউদ্দিন (৩৭)। তিনি ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়ন, ডাকাত দল প্রায় সময় অস্ত্র-শস্ত্র নিয়ে একে দিন একেক এলাকায় ডাকাতি করতে। গ্রামবাসীদের মধ্যে ডাকাতের আতঙ্ক বিরাজ করত।
সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ও যৌথ বাহিনী গোপন সূত্রে জানতে পারে, এলাকার শীর্ষ ডাকাত সালাউদ্দিন বস্তাভর্তি অস্ত্র বহন করে নিয়ে যাচ্ছে। এ খবরের ভিত্তিতে দ্রুত পুলিশ ও সেনাবাহিনী ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সালাউদ্দিনকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়।