সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের আচার্যপাদ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের ১৫৩তম, যোগাচার্য স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৬তম, স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৬৯তম আবির্ভাব দিবস, অখন্ড গীতাপাঠের ৪৪তম আসর, মঠে প্রতিষ্ঠিত শ্রীশ্রী বিশ্বনাথ মন্দিরের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও রুদ্রাভিষেকসহ সপ্তাহব্যাপী বার্ষিক অনুষ্ঠান ১৫-২১ নভেম্বর উদযাপন উপলক্ষে সাধারণ সভা শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মঠের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভার আলোচ্যসূচিতে ছিল সপ্তাহব্যাপী উৎসবের সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন, শঙ্কর মঠ ও মিশনের বার্ষিক মুখপাত্র ‘পাঞ্চজন্য’ প্রকাশনা বিষয়ক আলোচনা, রাষ্ট্রীয় অতিথি ও সাধু-সন্তু-মহারাজের আমন্ত্রণসহ বিবিধ আলোচনা।
মঠের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে ও মাস্টার অজিত কুমার শীলের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন শঙ্কর মঠ ও মিশনের সাধারণ সম্পাদক তড়িৎ কান্তি ভট্টাচার্য।
আরো বক্ত্যব্য দেন সন্তোষ কুমার নন্দী, জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী, সমীর পাল, দিলিপ কুমার শীল, মোহন লাল মহাজন, অজিত কুমার শীল, অঞ্জন দাশ, রনজিত কুমার শীল, বাসুদেব দাস, অশোক দেব, প্রদীপ মহাজন জহর, অমলেন্দু ধর, প্রিয়তোষ চৌধুরী চন্দন, ভগীরথ দে, স্বাতী রানী শীল, মিরন দাস, সুব্রত দে, কাকন শীল, রনি সরকার, কল্লোল সেন।