চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির বায়েজিদ থানাধীন এলাকায় কিছু চিহ্নিত দুর্বৃত্তের গুলিতে দুই যুবক নিহত হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতারের আহ্বান জানিয়েছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শুক্রবার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত নয়টার দিকে বায়েজিদের অনন্যা আবাসিক সংলগ্ন নাহার গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে। নিহত একজনের নাম মো. আনিস (৩৮)। তিনি হাটহাজারীর পশ্চিম কুয়াইশ এলাকার ওসমান আলী মেম্বারের বাড়ির মৃত মো. ইসহাকের ছেলে। অপরজন হলেন মাসুদ কায়ছার (৩২)। তিনি হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের পশ্চিম কোয়াইশ (বিল্লা বাড়ি) এলাকার মৃত মো. রফিকের ছেলে।
নিহত মাসুদ ও আনিস বায়েজিদ থানার কুয়াইশ নুর মসজিদ এলাকা থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। এ সময় কিছু চিহ্নিত দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে আনিস ঘটনাস্থলে মারা যান। মাসুদ দৌড়ে পালিয়ে যাওয়ার সময় হাটহাজারীর সুপারী পাড়া এলাকায় পৌঁছে মারা যান।
বিবৃতিতে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘কেন এ হত্যাকাণ্ড ঘটেছে, তা সুষ্ঠু তদন্ত মাধ্যমে বের করতে হবে এবং কারা এ ঘটনায় জড়িত, তা খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।’
মীর হেলাল আরো বলেন, ‘আমি নির্দ্বিধায় জানাতে চাই, কোন অপরাধমূলক ঘটনার সঙ্গে বিএনপি বা তার কোন অঙ্গ বা সহযোগী সংগঠনের কেউ জড়িত নয়, যদি কেউ সে মর্মে দাবি করে তা পুরোপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কোন অপরাধীর দায়িত্ব বিএনপি বা তার কোন অঙ্গ বা সহযোগী সংগঠন নিবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এ ধরনের বিষয়ে জিরো টলারেন্সের নির্দেশনা দিয়েছেন, যা আমরা প্রতিপালন করতে সদা সচেষ্ট ও সদা সচেতন।’