পেকুয়া, কক্সবাজার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রাক্তন যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ দীর্ঘ দশ বছর পর জন্মস্থান কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় এসেছেন।
বুধবার (২৮ আগস্ট) বিকালে পেকুয়া-চৌমহনী শহিদ ওয়াসিম চত্বরে লাখ লাখ জনতার মাঝে উপস্থিত হন তিনি।
পেকুয়ার গর্বের ধন সালাউদ্দিন আহমেদকে এক নজরে দেখতে পেকুয়ার বিএনপির অঙ্গসংগঠন, কুতুবদিয়া বিএনপির অঙ্গসংগঠন, মাতামুহুরি বিএনপির অঙ্গসংগঠন, বাঁশখালী বিএনপির অঙ্গসংগঠনসহ লাখ লাখ মানুষ উপস্থিত হন।
পেকুয়া উপজেলা বিএনপির গণসংবর্ধনা অনুষ্ঠানে জনতার উদ্দেশ্যে সালাউদ্দিন আহমেদ বলেন, ‘শহীদের রক্তের বিনিময়ে এ দেশ থেকে স্বৈরাচার মুক্ত হল। স্বৈরাচার হাসিনাকে মামার বাড়ি দিল্লি পাঠালো। আজ থেকে পেকুয়া, চকরিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, বাঁশখালীর মানুষ কেউ নির্যাতিত হবে না। দলের যদি কেউ নির্যাতন করে, তার বিচার হবে। দশ বছর পর আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় স্বৈরাচার হাসিনার মৃত্যুরকুপ আয়না ঘর থেকে মুক্ত হয়ে আপনাদের পাশে আসলাম।’