হাটহাজারী, চট্টগ্রাম: মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদ সেচ্ছাসেবক দল হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
হাটহাজারী উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মো. এমরান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন তালুকদার ও পৌরসভা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আরেফিন সাইফুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আকবর আলী। মঙ্গলবার (২০ আগস্ট) বিকাল তিনটায় হাটহাজারী বিএনপির দলীয় কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে হাটহাজারী কাচারি রোড হয়ে বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
এতে নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য মো. আসিফ মিজান, ফরহাদাবাদ ইউনিয়ন সেচ্ছাসেবেক দলের আহ্বায়ক মো. আলমগীর, ধলই ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান, মির্জাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আমিন, গুমানমর্দ্দন ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহমদ সাফা ও সদস্য সচিব মো. বেলাল, মেখল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহেল ও সদস্য সচিব মো. ওসমান, উত্তর মাদার্শা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাসেদ ও সদস্য সচিব মো. মিজান, ফতেহপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বেলাল ও সদস্য সচিব মো. ফরিদ, চিকনদন্ডী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রহিম ও সদস্য সচিব মো. শাকিল, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মুমিন ও সদস্য সচিব মো. বেলাল, শিকারপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নাছির ও সদস্য সচিব মো. এসকান্দর, বুড়িশ্চর ইউনিয়ন সেচ্ছাসেবক দল আহ্বায়ক মো. রুবেল, এক নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড সেচ্ছাসেবক দল আহ্বায়ক মো. শাহাদাত হোসেন আফনান, যুগ্ম আহবায়ক শেখ ফরিদ।