ইসলামাবাদ, পাকিস্তন: পাকিস্তান শুক্রবার (১৬ আগস্ট) দেশটিতে মারাত্মক এমপক্স ভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত করেছে। স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী এমপক্স বিস্তারের বিষয়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা অবস্থা ঘোষণা করার পর দেশটিতে এ সংক্রমণ শনাক্ত হল।
‘পাকিস্তানে এমপক্সের প্রথম রোগী শনাক্ত নিশ্চিত করা হয়েছে’ উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, ভাইরাসটির স্ট্রেইন বা প্রজাতি এখনো নিশ্চিত হওয়া যায়নি ও আক্রান্ত ব্যক্তি উপসাগরীয় দেশ থেকে এসেছেন।’