সীতাকুণ্ড, চট্টগ্রাম: ছাত্র-জনতার খুনের প্রতিবাদে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিরা ইউনিয়ন বিএনপি।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে কুমিরা রয়েল গেইট থেকে ছোট কুমিরা বাজার এলাকায় মিছিলটি প্রদক্ষিণ করে। ছোট কুমিরা বাজার মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন কুমিরা ইউনিয়ন বিএনপি সভাপতি ইদ্রিস মিয়া মনি ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সামশুদোহা, জানে আলম বাবুল, মামুন।
সমাবেশে পরিচালনা করেন ছাত্রদলের প্রাক্তন সভাপতি ইব্রাহিম ও ছাত্রদলের নেতা শাখাওয়াত হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘শেখ হাসিনা জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশ পরিচালনা করতে গিয়ে শত শত, হাজার হাজার সাধারণ মানুষ ও শিক্ষার্থীকে খুন করা হয়েছে। বাংলাদেশের মানুষ কখনো শেখ হাসিনা সরকারকে খুনি হিসেবে দেখতে চাই নি। শেখ হাসিনা সরকার পুরো পৃথিবীতে খুনি হিসেবে পরিচিত লাভ করেন। ১৯৭১ সালে এত খুন হয়নি। শৈরাচারি এরশাদ পতনের সময় এত মানুষ খুন হয়নি।’