চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম নিয়ে জরুরি সভা রোববার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত উপাচার্য শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে সভার শুরুতেই জুলাই-আগস্টের ছাত্র জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। শোক প্রস্তাবে শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয় ও শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ইসরাত জাহান, কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, ব্যবসায় প্রশাসন বিভাগের উপদেষ্টা অধ্যাপক সালেহ জহুর, আইকিউএসির পরিচালক অধ্যাপক মো. শওকতুল মেহের, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রকৌশলী মোজাম্মেল হক, পরীক্ষা নিয়ন্ত্রক বিজয় শংকর বড়ুয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এএফএম মোদাচ্ছের আলী, প্রক্টর এসকে হাবিবুল্লাহ, ফার্মেসি বিভাগের প্রধান আইরিন সুলতানা, সিএসই বিভাগের প্রধান জমির আহমেদ, ইইই এবং ইসিই বিভাগের প্রধান ফাহমিদা শারমিন জুঁই, পুরকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী আবুল হাসান, ইংরেজি বিভাগের প্রধান আরমান হোসেন, আইন বিভাগের প্রধান সুরাইয়া মমতাজ, ইসলামিক শিক্ষা বিভাগের প্রধান মোহাম্মদ নুরুন্নবী, সাধারণ শিক্ষা বিভাগের প্রধান জমির উদ্দিন।
সভায় সাম্প্রতিক পরিস্থিতি, শ্রেণি কার্যক্রম শুরু ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।