চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে মো. শহীদ (৪৫) নামে ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৩ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে পার্কভিউ হাসপাতালে ওই ব্যক্তি মারা যান।
নিহত মো. শহীদ স্থানীয় মুদি দোকানের ব্যবসায়ী ছিলেন।
প্রতক্ষ্যদর্শীরা জানান, শনিবার (৩ আগস্ট) রাত আটটার দিকে আন্দোলনকারীদের মিছিল থেকে বহদ্দারহাটে সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিমের বাসায় হামলা করে দুর্বৃত্তরা। তারা চলে যাওয়ার পর ছাত্রলীগ-যুবলীগ এসে গুলি চালায়। এতে চারজন গুলিবিদ্ধ হন। পরে পুলিশও ঘটনাস্থলে এসে গুলি চালায়। তবে, কার গুলিতে শহীদের মৃত্যু হয়েছে তা সঠিকভাবে নিশ্চিত করা যায়নি।
পুলিশ জানান, শনিবার (৩ আগস্ট) রাত সাড়ে আটটায় গুলিবিদ্ধ অবস্থায় শহীদকে উদ্ধার করে স্থানীয় পার্কভিউ হাসপাতালে নেয়া হয়। পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটায় তিনি মারা যান।
হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ হয়েই তিনি নিহত হয়েছেন। তবে কী ধরনের গুলিতে শহীদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করা যায়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) আব্দুল মান্নান মিয়া বলেন, ‘গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বহদ্দারহাটে পুলিশ কোন গুলি ছুড়েনি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে। ওই ব্যক্তি কীভাবে মারা গেলেন, ব্যাপারটি খতিয়ে দেখা হবে।’