চট্টগ্রাম: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) ৪৬১তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৪ আগস্ট) সকালে চউকের সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চউকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।
সভায় চট্টগ্রাম সিটির নান্দনিক উন্নয়ন, জলাবদ্ধতা শূন্যের কোঠায় এনে কাজের গতি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও চলমান প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বোর্ডের সদস্য সচিব মিনহাজুর রহমান, সদস্য পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিল্লুল বিশ্বাস, মুহাম্মদ আলী শাহ্, মোহাম্মদ ফারুক, প্রকৌশলী মুনির উদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন শাহ্, স্থপতি আশিক ইমরান, জিনাত সোহানা চৌধুরী উপস্থিত ছিলেন।