সীতাকুণ্ড, চট্টগ্রাম: সম্প্রতি ভারি বর্ষণে ভূমিধ্বসের আশঙ্কায় চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড়ে ঝুকিপূর্ণভাবে বসবাসরত লোকজনকে সরে যেতে সচেতনতামূলক মাইকিং কার্যক্রম চালিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের স্বেচ্ছাসেবকরা।
পাহাড়ের পাদদেশে বসবাসরত সমাজের নিম্নবিত্ত পরিবারের সকল সদস্যের জান-মালের নিরাপত্তায় যুব স্বেচ্ছাসেবকরা বর্ষামৌসুমে এলাকাবাসীদের দূর্ঘটনা থেকে বাঁচতে শনিবার (৩ আগস্ট) সকালে সচেতনতামূলক এ মাইকিং পরিচালনা করে।
এছাড়াও, এলাকাটিতে ঝুঁকিপূর্ণ স্থানে সচেতনতার পাশাপাশি অনাকাঙ্কিত বিপদকালীন উদ্ধার ও সন্ধান কার্যক্রমের জন্য যুব স্বেচ্ছাসেবকদের একটি বিশেষ দল গঠন করা হয়।
চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের নির্দেশনায় জঙ্গল সলিমপুরে সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য শাহাদাত হোসেন রুমেল ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ ও যুব সেচ্ছাসেবকরা।