চট্টগ্রাম: ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, সদরঘাট থানা ছাত্রদলের সদস্য সচিব কায়ছার হামিদ রাব্বি, চান্দগাঁও থানা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাপ্পী, পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম শিপন, হালিশহর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুবায়ের উদ্দিন নয়ন বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াহিদ ইমাম খান সারাত, বায়েজিদ বোস্তামী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. খোরশেদ আলী, পাহাড়তলী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবদুর রহিমকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রামে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার পর ডিবি পুলিশ ছাত্রদল নেতা কর্মীদের বাসায় গিয়ে তল্লাশি ও গ্রেফতার করে।
বুধবার (১৭ জুলাই) কোটা সংস্কার আন্দোলনে নিহত শহীদদের গায়েবানা জানাজা শেষে বাসায় ফেরার পথে মোটরবাইক থামিয়ে ফিল্মি কায়দায় তুহিনকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। বিনা ওয়ারেন্টে ছাত্রদল নেতাদেরকে অনৈতিকভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলমসহ নগর ছাত্রদলের নেতারা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিবৃতিতে নেতারা বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক ন্যায্য আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ছাত্রদল নেতাদেরকে গ্রেফতার ও মামলা-হামলা করছে সরকার। সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনে সাড়া না দিয়ে বরং আন্দোলনকারীদের রাজাকারের সন্তান হিসেবে আখ্যায়িত করেছেন ভোটবিহীন সরকারের প্রধান শেখ হাসিনা। যা বাংলাদেশি জাতির জন্য একটি নিকৃষ্ট অধ্যায় রচিত হয়েছে। ফ্যাসিস্ট সরকারের সব ষড়যন্ত্র ও রক্ত চক্ষু উপেক্ষা করে শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে যে কোন গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদল রাজপথে থাকবে।’
নেতারা দ্রুত গ্রেফতারকৃত সব রাজবন্দীর মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির জোর দাবি জানান।