চট্টগ্রাম: চট্টগ্রামে কোটাবিরোধী চলমান আন্দোলনে সংঘর্ষ এড়াতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেন বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে ব্যাপারটি নিশ্চিত করেছেন চবির প্রক্টর অধ্যাপক অহিদুল আলম।
অহিদুল আলম বলেন, ‘ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে বহিরাগত আনা হতে পারে এ সংবাদে শাটল ট্রেন বন্ধ করে দেয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংঘর্ষ এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যদি শৃঙ্খলা বজায় থাকে, তাহলে বুধবার (১৭ জুলাই) থেকে ট্রেন চলবে।’
এ দিকে, ট্রেন বন্ধ থাকায় যাতায়াত সমস্যায় পড়েছে শহর ও ক্যাম্পাসগামী শিক্ষার্থীরা।
উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী রেজওয়ানুর রহমান বলেন, ‘শাটল ট্রেন আমাদের একমাত্র বাহন। বিভিন্ন প্রয়োজনে শহরে যেতে হয়। ক্যাম্পাস শহর থেকে ২২ কিলোমিটার দূরে। শাটল অবরোধ করে সংঘর্ষ এড়ানো হয় কীভাবে বুঝি না। যারা আন্দোলনে যেতে ইচ্ছুক, তারা যে কোনভাবেই চলে যাবে। কিন্তু, যারা প্রয়োজনীয় কাজে শহরে যাবে, তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।’
এর পূর্বে, সোমবার (১৫ জুলাই) চবি ক্যাম্পাসে চলমান কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এ দিন দুপুরে চবির শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফিকে শাটল ট্রেন থেকে তুলে নিয়ে যায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে আন্দোলনকারীদের চাপের মুখে তাকে প্রক্টর অফিসের কাছে হস্তান্তর করতে বাধ্য হয়।