সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কোটা সংস্কার আন্দোলকারী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে কুমিরা রেলপথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়েছে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নানাভাবে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানালেও আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড়। তবে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল সাড়ে ১১টা পর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল করে অবরোধকারীদের বিরুদ্ধে। কয়েকটি ফিকাপ নিয়ে মহাসড়কে প্রদক্ষিণ করে ছাত্রলীগ।
এ দিকে বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোকন চন্দ্র দাস বলেন, আচমকা সকাল ১১টা আইআইইউসির শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেল লাইন অবরোধ করে রাখে।’
কোটা সংস্কারের দাবিতে পুরো দেশে গেল ১ জুলাই থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। তিন শিক্ষার্থীর নিহতের ঘটনায় দেশব্যাপী ছড়িয়ে পড়লে রাত নয়টা পর্যন্ত চলা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও রাতভর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।