রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় ‘আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী ও সমাজ সেবী সংগঠনের উদ্যেগে সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে আঁকা হয়েছে গোলবৃত্ত।
পরস্পরের সংস্পর্শে ভাইরাসটি যাতে না ছড়ায় সেজন্য এক মিটার দূরে দূরে লাল রঙ দিয়ে গোল বৃত্ত আঁকানো হয়েছে।
শুক্রবার (২ জুলাই ) দিনব্যাপি উপজেলার
প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনী বাজারে বেশকিছু ফার্মেসি এবং নিত্য প্রয়োজনীয় দোকানের সামনে জনসাধারণকে ন্যূনতম সামাজিক দূরত্ব বজায় রাখতে এই ‘গোলবৃত্ত’ অঙ্কন করেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের সভাপতি সাংবাদিক শেখ আবদুল্লাহ জানান, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজের সুরক্ষায় প্রয়োজন সচেতনতা ও নিরাপদ দূরত্ব বজায় রাখা। কিন্তু অনেকেই সেটি মানছেন না। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দোকানের সামনের সড়কে সুরক্ষা রেখাগুলো আঁকা হয়েছে। এরপর থেকেই ক্রেতারা সামাজিক দূরত্ব বজায় রেখে দোকানে আসছেন ও কেনাকাটা করছেন।
রহমত মিয়া নামে একজন ক্রেতা বলেন, ‘সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে বৃত্তের মধ্যে দাঁড়িয়ে পণ্য কিনেছি। ওই গোল চিহ্নের মধ্যে দাঁড়িয়ে সংগঠনের সদস্যরা নিজেই ক্রেতাদের পণ্য কিনতে উৎসাহিত করেছেন। একটি বৃত্ত ফাঁকা হলে আরেকজন এগিয়ে যাচ্ছেন। এভাবে উপজেলার কাঁচাবাজার, ফার্মেসি ও মুদি দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় কিনছেন। সুরক্ষারেখায় থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয় করার বিষয়টি বেশ ভালো লেগেছে। অন্য দোকানগুলোর সামনে এমন রেখা থাকলে আরো ভালো হতো। তাছাড়া, সরকারের দেওয়া নিয়মগুলো মানলে নিজেদের সুরক্ষার জন্য ভালো হবে।’
সংক্রমণের দ্বিতীয় ধাপ রুখতে বন্ধ রাখা হয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর দোকান ছাড়া অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান। তবুও প্রয়োজনের তাগিদে মানুষ প্রতিনিয়ত ভিড় করছেন কাঁচা বাজার, মুদি ও ফার্মেসিতে। পরস্পরের সংস্পর্শে ভাইরাসটি যাতে না ছড়ায় সেজন্য এক মিটার দূরত্ব রাখতে লাল রঙ দিয়ে গোল বৃত্ত এঁকে দেওয়া হয়েছে। সকলকেই এসব মেনে চলতে হবে। সকলের সচেতনতায় করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া অনেকাংশে সম্ভব বলে মনে করেন বিশিষ্ট জনেরা ।