চট্টগ্রাম: রোটারী ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের ২০২৪-২৫ রোটাবর্ষের প্রথম সভা শুক্রবার (১২ জুলাই) কিচেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের ২০২৪-২৫ রোটাবর্ষের সভাপতি রোটারিয়ান মো. আব্দুল আহাদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় সদ্য বিদায়ী সভাপতি রোটারিয়ান জামিল হানিফ নয়া সভাপতিকে কলার পরিয়ে বরণ করে নেন। ক্লাবের গেল বছরে সমাপ্তকৃত লোকস্ট হাউজিং বিনামূল্যে মশারি বিতরণ, এতিমদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণসহ অন্যান্য সার্ভিস প্রজেক্টসহ ২০২৪-২৫’-এর কার্যক্রম নিয়ে আলোচনা হয়। নয়া বছর মেধাবৃত্তিচেক প্রদান, রেইনকোর্ট বিতরণ ও এতিম শিশুদের মাঝে ফল বিতরণের মাধ্যমে শুরু হয়।
সভায় উপস্থিত ছিলেন রোটারি ৬৫’-এর বিভিন্ন ক্লাবের লিডার। শুভেচ্ছা বক্তব্য দেন প্রাক্তন ডিষ্ট্রিক্ট সেক্রেটারি ও ফাস্ট প্রেসিডেন্ট (সাগরিকা) রেজাউল করিম রেজা, চাটার্ড প্রেসিডেন্ট ও পিডিআর আর মীর নাজমুল হাসান রবিন, ফাস্ট প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম জীম, ফাস্ট প্রেসিডেন্ট মো. আব্দুর রাজ্জাক, সাজেদুল হক হাসান, আমিনুল ইসলাম বাবু, মোস্তফা মোহাম্মদ রানা, ফারজানা হাকিম চৌধুরী, সেক্রেটারি মোহছেনা মুন্নি, শাহীন সুলতানা, মেজবাহ উদ্দীন, এসএ শাহেদ।
সভায় ক্লাবের নয়া সদস্য মো. সামিরকে রোটারি পিন পরিয়ে বরণ করে নেয়া হয়।