চট্টগ্রাম: চট্টগ্রাম সিটিতে বসবাসরত সাতকানিয়া উপজেলার বাজালিয়াবাসীদের সংগঠন ‘বাজালিয়া সমিতি চট্টগ্রাম’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে সম্প্রতি। কমিটিতে আকতার কামাল চৌধুরীকে সভাপতি ও তুষার কান্তি বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে নির্বাচন কমিশন আগামী দুই বছরের জন্য ২৭ জন বিশিষ্ট এ কমিটি ঘোষণা করে।
বাজালিয়ার মানুষের বহুল প্রত্যাশিত ও আকাঙ্খার সংগঠন এ সমিতি। বন্যা, করোনা ভাইরাসের মত প্রাকৃতিক দূর্যোগের সময় এ সমিতি যেমন এগিয়ে আসে, তেমনি এলাকায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিয়ে শিক্ষা বিস্তারেও অগ্রণী ভূমিকা পালন করে থাকে।
এছাড়া, গরীব-দুঃস্থদের চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণসহ নানা জনহিতকর কাজ সম্পন্ন করে থাকে।
আশা করা যায়, নতুন গঠিত কমিটি এ সমিতিকে আরো এগিয়ে নিয়ে বাজালিয়ার মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।