সৈয়দ শিবলী ছাদেক কফিল: চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় এইচএসসি পরীক্ষার্থী মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ চার ছিনইকারীকে গ্রেফতার ও মোবাইলফোন উদ্ধার করেছে।
মঙ্গলবার (৯ জুলাই) চন্দনাইশের পৌরসদরস্থ আমানত ছফা-বদরুন্নেছা মহিলা কলেজ কেন্দ্রে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির (বিএমটি) হিসাববিজ্ঞান পরীক্ষা শেষে দুপুর দেড়টা নাগাদ বাড়ি ফিরছিলেন বরমা ইউনিয়নের সেবন্দি এলাকার আসিফ করিম চৌধুরী। এ সময় তিনি চন্দনাইশ পৌরসভার জোয়ারা ইসলামিয়া সিনিয়র মাদরাসা এতিমখানার সামনে পৌঁছালে কয়েকজন বখাটে তার গতিরোধ করে তাকে মাদরাসা এতিমখানার পাশে নির্জন স্থানে নিয়ে ছুরির ভয় দেখিয়ে তার কাছে থাকা ১৪ হাজার টাকা দামের মোবাইলফোন ছিনিয়ে নেয়।
চন্দনাইশ থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরঘাট সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত ও জড়িতদের গ্রেফতার ও ছিনতাই করা মোবাইলফোনটি উদ্ধার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন পৌর এলাকার হারলার মো. আলী আকবরের ছেলে মোহাম্মদ সাকিবুল হাসান সাকিব (২০), হারলা নয়াপাড়ার মো. হেলাল উদ্দীনের ছেলে মোহাম্মদ রবিউল হোসেন সাইম (১৭) ও আব্বাস তালুকদার বাড়ির আবু তাহেরের ছেলে সাকিবুল ইসলাম সাকিব (১৬) এবং পূর্ব জোয়ারা এলাকার বাহার উদ্দীনের ছেলে ইয়াছিন আরাফাত বাপ্পী (১৮)।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পরীক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার (১০ জুলাই) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।