সীতাকুণ্ড, চট্টগ্রাম: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ২৪৯তম সিন্ডিকেট সভা মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিন্ডিকেটের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।
সভার শুরুতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্বত্যাগকারী শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয় ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে স্বপরিবারে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, বিওটি ভাইস চেয়ারম্যান কাজী দ্বীন মোহাম্মদ, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান রশীদ আহমেদ চৌধুরী, আইআইইউসির উপ-উপাচার্য মোহাম্মদ মছরুরুল মওলা, ইউজিসি মনোনীত সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের প্রফেসর সুলতান আহমেদ, আইআইইউসির ভারপ্রাপ্ত ট্রেজারার মো. মাহি উদ্দিন, আইআইইউসির আইকিউএসির ডিরেক্টর দেলোয়ার হোসেন, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর জাহেদ হোসেন সিকদার ও রেজিস্ট্রার আফম আখতারুজ্জামান কায়সার ।
সভায় গত ২৪৮তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী পেশ ও বিস্তারিত আলোচনা করা হয় ও তা সর্বসম্মতিক্রমে নিশ্চিত করা হয়। সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতির প্রতিবেদন পেশ করা হয়।
সভায় আইআইইউসির ফাইন্যান্স কমিটি, পিএসপি কমিটি, নিয়োগ কমিটি, শৃঙ্খলা কমিটি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিটি, ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন কমিটি, স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটির গত সভার কার্যবিবরণী পেশ ও বিভিন্ন সুপারিশ বিস্তারিত আলোচনার পর তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় আইআইইউসির সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয় এবং একাডেমিক ও অন্যান্য কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করা হয়।