আনোয়ারা, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় ইমা দেবী (৩৫) নামের গৃহবধূকে মাদকাসক্ত স্বামী গলা টিপে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী সজল চক্রবর্তীকে (৪০) আটক করেছে পুলিশ।
সোমবার (১ জুলাই) উপজেলার বারশত ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বাদল চৌধুরীর বাড়িতে এ খুনের ঘটনা ঘটে।
নিহত নারী ইমা দেবী চট্টগ্রাম সিটির একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিক।
ইমা দেবীর স্বামী সজল চক্রবর্তী বাঁশখালী গুনাগরী এলাকার শিবু চক্রবর্তীর পুত্র। তিনি পেশায় একজন কাটমিস্ত্রি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, ‘সজল চক্রবর্তী মদ্যপ অবস্থায় ঘরে ঢুকে স্ত্রী ইমা দেবীকে গলা টিপে খুন করেছেন।’
তিনি আরো বলেন, ‘ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি।’