চট্টগ্রাম: যশোর ক্যান্টেনমেন্টের জিওসির মেজর জেনারেল মাহাবুবুর রশীদ চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির ভেটার্ন একাদশকে যশোর সেনা বাহিনী ভেটার্ন একাদশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম থেকে প্রীতি ম্যাচ খেলার উদ্দেশ্যে চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির ২০জনের একটি দল যশোর রওয়ানা দিয়েছে। এ সময় তাদের বিদায় জানান চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দীন।
শুক্রবার (২৮ জুন) বিকাল তিনটায় যশোর সেনানিবাস মাঠে প্রীতি ম্যাচটি হবে।