চট্টগ্রাম: ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ব্যবস্থাপনায় ও কাতার রেড ক্রিসেন্টের মাধ্যমে দুঃস্থদের মাঝে কোরবানি মাংস বিতরণ করা হয়েছে। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে নিম্ন-মধ্যবিত্ত, সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি মো. আসলাম খান। বৃহস্পতিবার (২০ জুন) বিকালে আন্দরকিল্লা জেলা রেড ক্রিসেন্ট মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদের সদস্য রাইসুল ইসলাম চৌধুরী এমিল, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শহিদুল ইসলাম পিন্টু, মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, মাছদা গ্রুপের এমডি রেজাউল করিম, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার আব্দুল মান্নান, হাসপাতালে প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, প্রশাসনিক কর্মকর্তা (রাত্রীকালীণ) গিয়াস উদ্দিন, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সাবেক যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ।
মো. আসলাম খান বলেন, ‘কোরবানির এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিছু মানুষের মুখে হাসি ফোঁটাতে সক্ষম হয়েছি।’
এ কার্যক্রম বাস্তবায়নের জন্য সহযোগিতা করায় কাতার রেড ক্রিসেন্টকে ধন্যবাদ জানানো হয়।