ফটিকছড়ি, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় পাগলা মহিষের আক্রমণে মীর আহমদ নামের বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) ঈদুল আজহার দিন রাত ১১টার দিকে উপজেলার সমিতির হাট ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তপুর গ্রামের আজিম মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মীর আহমদ ওই এলাকার মৃত হামিদ আলীর পুত্র।
রাতে একটা মহিষ আচমকা এসে আজিম মুন্সির বাড়ির মীর আহমদের ঘরের পেছনের দরজা দিয়ে ঢুকে পড়ে। ওই সময় ঘরের সামনের রুমে থাকা বৃদ্ধ মীর আহমেদকে আক্রমণ করতে থাকলে ঘটনাস্থলে ওই বৃদ্ধের মৃত্যু হয়। পরে মহিষটি ঘর থেকে বের হয়ে বিভিন্ন রাস্তা ও বাড়ি হয়ে আরো এক কিলোমিটার গিয়ে এক হিন্দু বাড়িতে ঢুকে ক্লান্ত হয়ে ওখানে পড়ে যায়। এরপর লোকজন মহিষটিকে ধরে জবাই করে দেয়।
স্থানীয়রা জানায়, মহিষের পিছু পিছু মোটরসাইকেল নিয়ে দুইজন লোক এসেছিল। কিন্তু, শিঙের গুঁতোয় মানুষ মারা সংবাদ শুনে দুইজনই পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, মহিষটি রাউজান বা হাটহাজারী থেকে পালিয়ে এসেছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. নুরুল হুদা বলেন, ‘রাউজান থেকে আসা একটা পাগলা মহিষের আক্রমণে একজন লোক মারা গিয়েছে। এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।’