আবাহার মাহাইল, সৌদি আরব: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রিদওয়ানুল হক হৃদয় (২৫) নামে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জুন) রাত নয়টায় সৌদি আরবের আবাহার মাহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় উপজেলার চুনতি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মফিজ কোম্পানি পাড়ার আবুল হাসেমের ছেলে।
তার পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি মাথায় আঘাত পান। সেখানকার পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হৃদয় প্রায় দুই বছর পূর্বে জীবিকার তাগিদে সৌদি আরব গিয়েছিলেন। সেখানে তিনি চাচার দোকানে চাকরি করতেন বলে জানা গেছে।
চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ সেখানে দাফন কিংবা দেশে আনার বিষয়ে ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।