চট্টগ্রাম নগরীর সাগরিকায় জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়াম এলাকায় পানির মোটর চালু করতে গিয়ে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।নিহত ওই কর্মচারির নাম মো. রুহুল (৫২)
শুক্রবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া
বিদ্যুৎস্পষ্ট হওয়া ওই ব্যাক্তিকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসা সাহাবউদ্দীন বলেন, তারা ওই জায়গায় কাজ করছিলো। বৃষ্টি পানি জমে থাকায় পানির মোটর চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, সাগরিকায় স্টেডিয়াম এলাকায় মোটর চালু করতে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে নেওয়া হয়েছে।