চট্টগ্রাম: এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পালিত হল বিশ্ব রক্তদাতা দিবস। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৩ জুন) সকালে আয়োজিত অনুষ্ঠানে রক্তদানের গুরুত্ব ও রক্তদাতাদের নিঃস্বার্থ অবদানকে সম্মান জানানো হয় এবং উপস্থিত সবাই রক্তদানের মাধ্যমে জীবন বাঁচানোর প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের ট্রান্সফিউশন (পরিসঞ্চালন) মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার সুপর্ণা দে। এছাড়া, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ডাক্তার দীপক সিং; সিওও সামির সিংসহ হাসপাতালের কর্মী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার নাসরিন আক্তারের তথ্যবহুল আলোচনা দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তিনি মানবদেহে রক্তের গুরুত্বপূর্ণ ভূমিকা ও স্বাস্থ্য সেবায় ট্রান্সফিউশন বিভাগের সেবা-সুবিধা নিয়ে আলোচনা করেন। এরপর হেমাটোলজি অ্যান্ড বিএমটি সেন্টারের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডাক্তার মেজবা উদ্দিন চৌধুরী হেমাটোলজি ও ট্রান্সফিউশন মেডিসিনের অগ্রগতি সম্পর্কে বক্তব্য দেন।
অনুষ্ঠানে সুপর্ণা দে বলেন, ‘জরুরী পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন রক্ত সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত রক্তদানের গুরুত্ব অপরিসীম। রক্তদান একটি মহৎ কাজ এবং এর মাধ্যমে জরুরি মূহুর্তে জীবন বাঁচানো সম্ভব হয়। তাই, মানবতার খাতিরে আমাদের সকলের উচিৎ নিজে রক্ত দান করা ও অন্যকে উৎসাহিত করা।’
সামির সিং বলেন, ‘ব্লাড ট্রান্সফিউশন সেবায় সর্বোচ্চ মান বজায় রাখতে আমরা সর্বদা স্বচেষ্ট। আমাদের ব্লাড ব্যাংক আমাদের স্বাস্থ্য সেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। আর এখানে যারা রক্তদান করেন তাদের নিকট আমরা চির কৃতজ্ঞ। আমরা রোগীর সুরক্ষা ও সুস্থতা নিশ্চিতে রক্ত সংগ্রহ, স্ক্রিনিং ও স্টোরেজের সর্বোচ্চ মান বজায় রাখতে বদ্ধপরিকর।’
মেজবা উদ্দিন চৌধুরি বলেন, ‘বোন-ম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টারসহ চট্টগ্রামের একমাত্র হাসপাতাল হিসাবে আমরা উন্নত হেমাটোলজি সেবা দিচ্ছি। রক্তদান কেবল তাৎক্ষণিক ব্লাড ট্রান্সফিউশনের জন্যই নয় বোন-ম্যারো ট্রান্সপ্লান্টের মত জটিল চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটি রোগীদের জন্য নিরাপদ রক্ত ও ব্লাড প্রোডাক্টগুলোর নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করছে। সাধারণ মানুষকে রক্তদান অভিযানে অংশ নিতে ও জীবন রক্ষার উদ্দেশ্যে অবদান রাখতেও হাসপাতাল কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ব্লাড ব্যাংক ২৪/৭ রক্তদান সেবা দিয়ে থাকে, যেখানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে রক্ত সংগ্রহ, স্ক্রিনিং, প্রক্রিয়াকরণ, স্টোরেজ, প্যাকড রেড ব্লাড সেলস, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, প্লাটিলেটের ঘনত্ব পরীক্ষা ইত্যাদি বিভিন্ন সেবা দেয়া হয়। চট্টগ্রামে একমাত্র এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে রয়েছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টার।