চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ মনির হোসেনের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় বৃহস্পতিবার (১৩ জুন) বাদ আছর স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে।
পাহাড়তলী ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সিটির খুলশী এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এসকে খোদা তোতন।
উপস্থিত ছিলেন পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সভাপতি জাহেদ মাস্টার, সাবেক আহবায়ক মোস্তফা কামাল তালুকদার, সাধারণ সম্পাদক এসএম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. আজাদ, মাহফুজুর রহমান বাবু, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু, মো. শরীফ, আবদুর রহমান জনি, সৈয়দ আল রাব্বি রিকু, ওমর ফারুক, মো. সেলিম, আবুল বশর আদর, মো. কামাল, আকবর, আলী আক্কাস, ফরিদ, আল-আমীন, সুজন।