চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ৩৮তম একাডেমিক কাউন্সিলের সভা বুধবার (১২ জুন) বিকালে স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত উপাচার্য শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ট্রাস্ট সেক্রেটারি সরওয়ার জাহান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক শরীফুজ্জামান, কলা, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, অধ্যাপক ইসরাত জাহান, আইকিউএসির পরিচালক অধ্যাপক মো. শওকতুল মেহের।
সভায় ‘স্প্রিং সেমিস্টার ২০২৪’-এর শিক্ষার্থীদের এডমিশন ও এনরোলমেন্ট রিপোর্ট অনুমোদন, স্প্রিং ও ফল ২০২৩’-এর স্নাতক ও স্নাতকোত্তর গ্র্যাজুয়েট লিস্ট অনুমোদন, একাডেমিক বিবিধ বিষয় নিয়ে আলোচনাসহ বিভিন্ন বিভাগের একাডেমিক সভার গৃহিত প্রস্তাবগুলো পাশ হয়।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় গুণগত ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে সাউদার্ন ইউনিভার্সিটি এগিয়ে যাবে এ প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন শরীফ আশরাফউজ্জামান।