সীতাকুণ্ড উপজেলার সলিমপুরে প্রবল বর্ষণে পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে।
তবে ওই এলাকায় কোন বসতি না থাকায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন ও এসি (ল্যান্ড) মোঃ রাশেদ।
শুক্রবার ২ জুলাই সকালে সলিমপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সমদ্দার পাড়ায় পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহদাত হোসেন জানান, স্বল্প পরিসরে পৃথক দুটি স্থানে পাহাড় ধ্বসের ঘটনা ঘটলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আশেপাশে বসবাসকারীদের অতিদ্রুত ঐ পাহাড় এলাকা ত্যাগ করে নিরাপদ দূরত্বে সরে যেতে নির্দেশ প্রদান করা হয়।