চট্টগ্রাম: চট্টগ্রাম সিটিতে মোটরসাইকেলের বিকট শব্দ নিয়ে কথা কাটাকাটির জেরে মো. মনিরুজ্জামান রাফি (২৬) নামের যুবককে ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন আরো একজন। রোববার (৯ জুন) ভোর সাড়ে চারটার দিকে সিটির পতেঙ্গা সৈকত এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে চারজনকে আটক করেছে পুলিশ।
নিহত রাফি বন্দর থানার উত্তর হালিশহর এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মোটরসাইকেলের সাইলেন্সারের পাইপ থেকে বিকট আওয়াজ হওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে প্রথমে দুই গ্রুপের মধ্যে কথা হাতাহাতি হয়। প্রাথমিকভাবে ব্যাপারটির সমাধানও হয়ে যায়। তবে, এর ঘণ্টাখানেক পর এক পক্ষের কয়েক যুবক প্রতিশোধ নিতে টানেলের মুখে ওঁৎ পেতে থাকে। প্রতিপক্ষ গ্রুপের লোকজন এলে তাদের ওপর হামলা চালানো হয়।
ঘটনার সতত্যা নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।’
ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে পুলিশি হেফাজতে নেয়ার কথাও জানান কবিরুল।
			
		    















