চন্দনাইশ, চট্টগ্রাম: টানা তৃতীয় বারের মত চট্টগ্রাম জেলার চন্দনাইশে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মাওলানা সোলাইমান ফারুকীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (৮ জুন) হাশিমপুর ইসলামিয়া মকবুলিয়া কামিল (এমএ) মাদ্রাসার পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে মাদরাসার শিক্ষক মিলনায়তনে সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মাওলানা হারুনুর রশিদ হেলালী ও সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ ঈসা।
আরবি প্রভাষক মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মুহাম্মদ নাজমুল করিম, মাওলানা নুরুল আমিন, মাওলানা শেখ আইয়ুব আনসারী, মুহাম্মদ জামাল উদ্দিন, মাওলানা আব্দুল করিম, রোজিনা আক্তার, মাওলানা আতামু নিজাম উদ্দিন, রেবেকা সুলতানা, মুহাম্মদ আইয়ুব আলী, এসকে মিত্র, মাওলানা মঞ্জুর আলম, মুহাম্মদ মহিউদ্দিন, জাফর আহমদ, মুহাম্মদ বজলুল হক, মাওলানা মুহাম্মদ আইয়ুব আলী, মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা ফৌজুল আজিম, মাওলানা নুরুল আলম, মুহাম্মদ মুরাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সোলাইমান ফারুকী ওই মাদ্রাসার প্রাক্তন কৃতি শিক্ষার্থী ও বর্তমানে গভর্নিং বডির অভিভাবক সদস্য।