চট্টগ্রাম: নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এসএম আবু তৈয়ব ভিয়েতনামের অনারারী কনস্যুল নিযুক্ত হওয়ায় মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এসএম আবু তৈয়ব ব্যবসায় ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখে যাচ্ছেন। নয়া দায়িত্বের মাধ্যমে ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কন্নোয়নেও তিনি কাজ করবেন।’
নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি চৌধুরী ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ, সংবর্ধিত অতিথি এসএম আবু তৈয়ব, বিশেষ অতিথি ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাকিম আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন নগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব।
সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মাহিরা এয়ার এভিয়েশনের চেয়ারম্যান আবদুল মান্নান, এনআরসি নিট ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক আরশাদুর রহমান, দৈনিক নয়া বাংলা সম্পাদক এনায়েত উল্লাহ হীরু।
অনষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দীন হায়দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, শিমুল বড়ুয়া, ব্যাংকার মোন্তাজির মাহমুদ জিসান, সামাজিক সংগঠক নেচার খান, নোমান উল্লাহ বাহার, জিএম তৌফিক, সিনিয়র রোভার মেট পারভেজ সরকার, টিসিজেএর সাবেক সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু, মোজাম্মেল হক, নিরাপদ সড়ক চাই নগর কমিটির সহ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল লিটন, আইন বিষয়ক সম্পাদক টিপু শীল জয়দেব, সাংবাদিক আরিচ আহমেদ শাহ, মুহাম্মদ আহসান হাবিবুল আলম, রেবা বড়ুয়া, মোহাম্মদ ইব্রাহিম, পরিবহন শ্রমিক নেতা মো. আনোয়ার হোসেন।