ঢাকা: আন্তর্জাতিক শ্রম সংস্থার ১১২তম সম্মেলনে যোগ দিতে সোমবার (৩ জুন) সকাল সোয়া দশটায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী।
মঙ্গলবার (৪ জুন) তিনি সুইজারল্যান্ডের জেনেভায় আইএলও’র ১১২তম প্ল্যানারি সম্মেলনে যোগ দেবেন। এরপর বুধবার (৫ জুন) নজরুল ইসলাম আইএলওর মহাপরিচালকের সভায় যোগদান, প্ল্যানারি মিটিংয়ে বক্তৃতা ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের শ্রম মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।
এছাড়া, তিনি ৭ জুন আইএলওর গভর্নিং বডির নির্বাচনে অংশগ্রহণ, ১১ ও ১২ জুন সংস্থাটির টেকনিক্যাল কমিটির সভায় অংশগ্রহণ শেষে ১৩ জুন বিকালে ঢাকার উদ্দেশ্যে জেনেভা ত্যাগ করবেন।