চট্টগ্রাম: চট্টগ্রাম সিটিতে প্রবাসীর কাছ থেকে ১৬ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাইকালে পুলিশের উপপরিদর্শকসহ (এসআই) দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। রোববার (১৯ মে) বিকালে খুলশী থানাধীন আখতারুজ্জামান ফ্লাইওভার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করার পর পুলিশে দেয়া হয়।
আটক আমিনুল ইসলাম এসআই এবং অপরজন হলেন পুলিশের সোর্স। তার নাম জাহেদ।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. মোখলেসুর রহমান বলেন, ‘পাঁচলাইশ থানা এলাকা থেকে খুলশী থানার উপপরিদর্শক আমিনুল ইসলামকে ১৬ ভরি সোনাসহ ধরা হয়।’
তিনি আরো বলেন, ‘এক ব্যক্তির কাছ থেকে তিনি সোনা ছিনিয়ে নেয়ার সময় স্থানীয়রা তাকে ধরে।