চট্টগ্রাম: দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ইন্ডাষ্ট্রিয়ালিষ্ট বিষয়ক স্ট্যান্ডিং সাব-কমিটির প্রথম সভা শনিবার (১৮ মে) সিটির আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। কমিটির ডিরেক্টর ইনচার্জ মোহাম্মদ আকতার পারভেজের সভাপতিত্বে যুগ্ম-আহবায়ক রাকিবুর রহমান ও মোহাম্মদ শোয়েব রিয়াদ, সদস্য জাভেদ সিদ্দিক সানভীর, মো. সাদ্দাম হোসেন, নাসরিন সুলতানা চৌধুরী, তানভীর আলম ও সারতাজ এম ইমরান বক্তব্য দেন।
সভায় মোহাম্মদ আকতার পারভেজ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে প্রাইভেট সেক্টরকে উৎসাহিত করতে নানা ধরনের অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসায়বান্ধব নীতিমালা প্রণয়ন ও ব্যবসায় সহজীকরণের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন। কিন্তু, একটি দেশের অর্থনীতি সচল ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিল্পায়ন। কিন্তু, একজন উদ্যোক্তা ব্যবসায় শুরু করতে গেলে তাকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তাই, উদ্যোক্তাদের এ ধরনের সমস্যা চিহ্নিতপূর্বক সমাধানের লক্ষ্যে কাজ করছে চিটাগাং চেম্বার। এরই ধারাবাহিকতায় ইন্ডাষ্ট্রিয়ালিষ্ট বিষয়ক সাব-কমিটি শিল্পায়ন সংক্রান্ত নানা সমস্যা সমাধানকল্পে বোর্ড অব ডাইরেক্টর্সের সঙ্গে কাজ করবে।’
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা চট্টগ্রামের অর্থনৈতিক গুরুত্ব উপলব্ধি করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমোডিটি এক্সচেঞ্জ মার্কেট চালু করেছেন। এখানে সোনা, রূপা, ব্রোঞ্জ, চাল, ভুট্টা ও টোব্যাকোসহ ছয়টি আইটেম শুরুতে এক্সচেঞ্জ করা হবে। ফলে, চট্টগ্রামভিত্তিক ট্রেডিং মার্কেট আরো গতিশীল হবে ও লাভবান হবেন সাধারণ উদ্যোক্তা ও ব্যবসায়ীরা।’
চেম্বারের বোর্ড অব ডাইরেক্টর্সের সঙ্গে আলোচনাপূর্বক ব্যবসায় সংক্রান্ত নানা জটিলতা নিরসন ও শিল্পোদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আগামীতে বড় পরিসরে মত বিনিময় সভা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন মোহাম্মদ আকতার পারভেজ।
সভায় অন্য বক্তারা বলেন, ‘একজন শিল্পোদ্যোক্তাকে লাইসেন্স নবায়ন এবং ইউটিলিটি বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ ও পানির জন্য বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আবার ব্যাংক ঋণের সুদের হারের ওঠানামা ও ব্যবসায়ের ক্ষতির সম্মুখীন হলে ঋণের পুনঃতফসিল না করার কারণে রুগ্ন হয়ে পড়ছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান।’
তাই শিল্পোদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান বাড়াতে হলে এসব সমস্যা আরো সহজীকরণ করতে সরকারের প্রতি আহবান জানান বক্তারা।