বিলাইছড়িতে লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য মাঠে নেমেছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন।
তাই লকডাউন পুরোপুরি কার্যকর করতে সরাসরি বাজার সহ বিভিন্ন জননহুল এলাকা, বাজার,ধূপ্যচর, দীঘলছড়ি পরিদর্শন করেছন বিলাইছড়ি জোনের ৬ বীরের অধিনায়ক লে. কর্ণেল. (জোন কমান্ড) ইশরাত হোসেন পি. এস. সি,
বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান. থানা অফিসার ইনচার্জ পারভেজ আলী, এছাড়াও আরও রয়েছেন সেনাবাহিনী, পুলিশ ও রেডক্রিসেন্টের অন্যান্য সদস্যগণ।
কঠোর এই লকডাউনে বন্ধ রয়েছে নির্দ্দশনা মোতাবেক শপিংমল, হোটেল ও দোকান সহ জরুরি প্রয়োজন ছাড়া সকল প্রকার যানবাহন।