চট্টগ্রাম: চট্টগ্রাম বিভাগের উন্নয়ন প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা মঙ্গলবার (১৪ মে) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।
বিভাগীয় কমিশনার প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পগুলোসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার চলমান সরকারি প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার উপর গুরুত্বারোপ করেন। প্রকল্পের অগ্রগতির জন্য সবকিছু সমন্বয় করে কাজ করে যেতে হবে। কি উপায়ে প্রকল্পের কাজ দ্রুত শেষ করা যায়, সে জন্য সবাই মিলে একসঙ্গে কাজ করতে আহ্বান জানান।
এছাড়া, যেসব প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি, সেগুলো বিভাগীয় বিভিন্ন কর্মকর্তা তাদের মন্ত্রণালয়ের মাধ্যমে সময় বর্ধিত করে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিভাগীয় কমিশনার সব জেলার প্রশাসককে অনুরোধ করেন, স্ব স্ব জেলার বাসিন্দারা সরকারের উল্লেখযোগ্য কর্মযজ্ঞ সর্বজনীন পেনশন স্কিমে যাতে আওতাভুক্ত হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে।
সভায় চট্টগ্রাম বিভাগের সব জেলার প্রশাসক ও সরকারি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রধান বা প্রতিনিধিরা অংশ নেন।