চট্টগ্রাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট ওমরগনী এমইএস কলেজ ইউনিটের সহযোগিতায় চার দিনের রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কলেজের আইসিটি হল রুমে শুরু হয়েছে।
সোমবার (১৩ মে) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওমরগনি এমইএস কলেজের অধ্যক্ষ আনম সরওয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম ছিদ্দীকি, ববি বড়ুয়া, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য মোশাররফুল হক চৌধুরী পাভেল, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আনম তামজীদ। সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট ওমরগনী এমইএস কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক আবু নাইম মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী।
অনুষ্ঠানে আনম সরওয়ার আলম বলেন, ‘সুনাগরিক হিসেবে সবার প্রথমিক চিকিৎসা সম্পর্কে জানা উচিত।’
তিনি শিক্ষার্থীদের সেবার মনমানসিকতা নিয়ে কাজ করার আহবান জানান।
দুর্যোগকালীন স্বেচ্ছাসেবকদের কাজের প্রসংশা করেন আনম সরওয়ার আলম।